Our features

রেসিডেন্সিয়াল ল্যাবরেটরী কলেজ (কলেজ কোড-১২১০,ইআইআইএন-১৩৩৭৩৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,ঢাকা কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত রাজনীতি ও ধূমপানমুক্ত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।

এখানে রয়েছে -

  • অত্যাধুনিক শ্রেণিকক্ষ।
  • সুসজ্জিত বিজ্ঞানাগার।
  • শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরি।
  • সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক ক্লাস মনিটরিং এর ব্যবস্থা।
  • আধুনিক কম্পিউটার ও শিক্ষার্থীদের জন্য অনলাইন সুবিধা।
  • বিশুদ্ধ পানি সরবরাহের সুবিধা।
  • ছাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত ইউনিফর্ম, টাই,নেমপ্লেট ও আইডি কার্ড।
  • SSC এর তুলনায় HSC পরীক্ষায় আরো ভাল ফলাফল অর্জনের শতভাগ নিশ্চয়তা প্রদান। নূন্যতম জিপিএ ৪.০০ প্রাপ্ত শিক্ষার্থীকে A+ পাওয়ার পূর্ণ  নিশ্চয়তা প্রদান।
  • দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক -মন্ডলী দ্বারা পাঠদান করানো হয়। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে কোন শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না।
  • ছাত্র-শিক্ষক অনুপাত ১০:১। টার্ম ও বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেকশন পরিবর্তন করা হয়।
  • অপেক্ষাকৃত দyর্বল ছাত্র -ছাত্রীদের নিwবড় পরিচর্যায় (Intensive Care Unit) এ নিয়ে তাদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
  • ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান,রসায়ন ও হিসাববিজ্ঞান বিষয়ে নামমাত্র টাকার বিনিময়ে কোচিং ক্লাসের ব্যবস্থা  রয়েছে ( শুধুমাত্র ইচ্ছুক শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করতে পারবে)|
  • প্রতি সেমিস্টার পরীক্ষার পর একটি অভিভাবক দিবস ও মতবিনিময় সভা আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন পরামর্শ / অভিযোগ গ্রহণ করে এর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
  • চূড়াšÍ পাবলিক পরীক্ষার পূর্বমুহূর্ত পর্যন্ত কলেজে কোচিং ক্লাস ও মডেল টেস্ট এর ব্যবস্থা করা হয়। এতে সকল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ বাধ্যতামূলক।
  • প্রত্যেক শিক্ষার্থীর আলাদা ডাটা বেজ সংরক্ষণ করে শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করা হয় এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়।
  • wরব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশwপ সুবিধা।
  • শিÿvর্থীরা অনুপস্থিত থাকলে অভিভাবকদের সাথে ফোনে সরাসরি যোগাযোগ করা হয়।